দেশজুড়ে

ব্লেন্ডারে জুস বানাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম মিন্টু (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মধ্য শিমুলতাইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি সাঘাটা উপজেলা সদর বোনারপাড়া বাজারে ধান-চালের ব্যবসা করতেন।এলাকাবাসী জানায়, রফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে ইলেকট্রিক ব্লেন্ডারে ফলের জুস বানাতে গিয়ে তারের লুজ কানেকশনে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অমিত দাশ/এফএ/পিআর