গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত পরিবারের ৮ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ওই গ্রামের শামছুল হকের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ওই অগ্নিকাণ্ডে ১৩টি ঘরসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে শামছুল হকের দুটি, নুরুজ্জামানের দুটি, রেখা বেওয়ার দুটি, জিয়াউর রহমানের দুটি, নজরুল ইসলামের দুটি, ফিরোজ মিয়ার দুটি ও জোহরা বেওয়ার একটি ঘর ভস্মীভূত হয়েছে। অমিত দাশ/এফএ/পিআর