রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আরও আছেন- সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক চার্জশিটে সই করেন এবং চার্জশিট গ্রহণের জন্য আগামী ৩ জানুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান গত ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা সংলগ্ন মোড়ে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ার পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বাদী ফজলুর করিমের ওপর হামলা হয় এবং তিনি আহত হন।
এ ঘটনার পর গত বছরের ২৬ অক্টোবর ফজলুর করিম বাদী হয়ে চকবাজার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এমডিএএ/এমকেআর/এএসএম