সিলেটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের সময় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে ওঠে পুরো সিলেট।
ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদী জেলার মাধবদী এলাকায়। যা ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা-বাড়ির মধ্যে ছুটোছুটি শুরু করেন। তবে সিলেটের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আহমেদ জামিল/এমএন/এমএস