ভাঙাচোরা সড়কে ধানের চারা লাগিয়ে এবং প্রতীকী মাছ ধরে অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী এলাকার মানুষ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বামুন্দী-দৌলতপুর সড়কে এ প্রতিবাদ জানানো হয়। এলাকাবাসী জানান, বামুন্দী ইউনিয়নের সবচেয়ে ব্যস্ততম সড়ক এটি। এ সড়ক দিয়েই জেলার সবচেয়ে বড় পশু হাটে প্রবেশ করে হাজার হাজার মানুষ। মেহেরপুর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন কয়েকশ যান চালচল করে। এছাড়াও হাটে রয়েছে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। কিন্তু গত তিন বছর ধরে সড়কটির বেহাল দশা। খানা খন্দে ভরে গেছে রাস্তাটি। একটু বৃষ্টিতেই হাঁটু পানি জমে। রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ছোট বড় দুর্ঘটনার শিকার হন সকলে। সংশ্লিষ্ট দফতরে বার বার অভিযোগ করেও কোনো কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে সড়কটিতে ধানের চারা লাগিয়ে ও প্রতীকীভাবে মাছ ধরে প্রতিবাদ জানালেন এলকাবাসী। দ্রুত সড়কটি মেরামতের দাবি জানান তারা।আতিকুর রহমান টিটু/এফএ/পিআর