রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া তার ক্ষমতা বলে (৭৬/২) সব ধরনের মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন বলে ডিএমপি মিডিয়া সেন্টার সূত্রে নিশ্চিত হওয়া গেছে।রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং বন্ধ থাকবে।এসময় আগ্নেয়াস্ত্র, লাঠি-সোটা, ব্যানার, ফেস্টুন বহন করা যাবে না বলে ডিএমপি থেকে বলা হয়েছে।উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তিতে বিএনপি ২০১৪ সালে ৫ জানুয়ারি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দেয়। এজন্য বিএনপি রাজধানীসহ সারাদেশে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করে।অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও ঘোষণা করে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে ৫ জানুয়ারি রাজধানীর ১৬টি সংসদীয় আসনে সমাবেশ করে উদযাপন করবেন।৫ জানুয়ারির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইলেও ডিএমপি’র কাছ থেকে ইতিবাচক সাড়া পায়নি বিএনপি। তবে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, যে কোনো মূল্যে ৫ জানুয়ারি সমাবেশ করা হবে।দেশের প্রধান দুই দলের অনড় অবস্থান এবং পুলিশ প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত না আসায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ এই নিষেধাজ্ঞা জারি করলো।