দেশজুড়ে

লক্ষ্মীপুরে দ্বিগুণ দামে পোশাক বিক্রি

লক্ষ্মীপুরে ঈদকে ঘিরে বিপণি বিতানগুলোতে দ্বিগুণ লাভে পোশাক বিক্রি করার অভিযোগ উঠেছে। বিক্রেতারা তাদের ইচ্ছে মতো পোশাকের গায়ে স্টিকার লাগিয়ে রাখেন। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতা সাধারণ। পাশাপাশি ক্রেতাদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ।অতিরিক্ত দামে পোশাক বিক্রির খবরে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের বেশ কয়েকটি বিপণি বিতানে অভিযান চালানো হয়। এসময় ছয়টি বিপণি বিতানের ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।সূত্র জানায়, রমজানের শুরু থেকে জেলা শহরের বিপণি বিতানগুলোতে ক্রয় মূল্যের ৫০ থেকে ১১০ ভাগ লাভে পণ্য বিক্রি করার অভিযোগ উঠে। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় শহরের চক বাজারের ‘সুন্নাহ’ নামে একটি বিপণি বিতানে ১৭০০ টাকা ক্রয় মূল্যের একটি পাঞ্জাবি ৩৫৮০টাকা বিক্রি দাম লিখে রাখার সত্যতা পাওয়া যায়। একই ভাবে ছয়টি বিপণি বিতানে ক্রয় মূল্যের ৪০ থেকে ১১০ ভাগ লাভে পোশাক বিক্রির স্টিকার লাগানোর সত্যতা পায় আদালত। এসময় সুন্নাহর ২০ হাজার, অঙ্গশোভার ২০ হাজার, আউট লুট ১৫ হাজার, মুড অন পাঁচ হাজার, ভ্যালেনটাইন পাঁচ হাজার, লেক মি পাঁচ হাজারসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।চাকরিজীবী নুরুল আমিন বলেন, শহরের নামিদামি বিতাণ বিতানগুলোতে প্রতিনিয়ত ক্রেতারা প্রতারিত হচ্ছেন। কেউ প্রতিবাদ করলেও হয়রানি হতে হয়। এজন্য প্রশাসনকে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন করতে হবে। সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সদস্য সচিব শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আবেদ বলেন, রমজানে পোশাকে মূল্য অন্য সময়ের চাইতে একটু বেশি থাকতে পারে। তাই বলে দ্বিগুণ এবং তার চেয়ে বেশি মূল্যের স্টিকার পোশাকে লাগিয়ে রাখা এক ধরনের ডাকাতিও বটে। অতি মুনাফালোভী ব্যবসায়ীর হাত থেকে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের বিকল্প নেই।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ঈদকে সামনে রেখে বিপণি বিতানগুলোতে মতলববাজ ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পোশাক বিক্রি করছে। এজন্য বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।কাজল কায়েস/এআরএ/এমএস