জাতীয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের একবছর পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী এই ভাষণ দেবেন।বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের ১২টি কেন্দ্র, বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো, বেসরকারি বাণিজ্যিক রেডিওগুলো এবং কমিউনিটি রেডিওগুলোতে একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হবে।