প্রবাস

কাতারে মেলা চট্টগ্রামের দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে মেলা চট্টগ্রাম কাতারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহা-রমনা রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি মেজবাউল করিম বাবলার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলা চট্টগ্রামের প্রধান উপদেষ্টা নুরুল মোস্তফা খোকন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির আহ্বায়ক শহিদুল হক। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ জমির উদ্দিন।সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ইসমাইল মুনছুর, ফজল কাদের, আমিনুর রহমান, মো. সাহেদ, শাহদাত হোসেন প্রমুখ।ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মাওলানা এরফান উল্লাহ।একে/এমএস