রাজধানীর পল্টন থানাধীন এলাকায় বায়তুল মোকাররমের সামনে ওভারব্রীজের নিচে একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার বেলা ২টার ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আগুন নিভিয়ে ফেলে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা ভজন সরকার জাগোনিউজকে জানান, বায়তুল মোকাররমের উত্তর পাশে ওভার ব্রীজের নিচে নিউ ভিশনের একটি গাড়ি মতিঝিলের দিকে যাচ্ছিল। ঢাকা মেট্টো-ব-১৪-১৬৫০ নং গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।এ বিষয়ে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, গাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কেউ হতাহত বা কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।