জাতীয়

খালেদা অবরুদ্ধ নন, নিরাপত্তা বাড়ানো হয়েছে

খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়নি তার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মনিরুল ইসলাম। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মনিরুল বলেন,  সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। খালেদা জিয়া একটি বড় রাজনৈতিক দলের প্রধান। তার নিরাপত্তার জন্যই পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। আর দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ বোধ করায় তার ইচ্ছে অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ৪ জানুয়ারি ভোর রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে অভিযান প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, তিনি বেশ কয়েকটি মামলার আসামি। তবে তার বাড়িতে অভিযান ও তল্লাশির বিষয়টি আমার জানা নেই।