রাজধানীর গুলশান কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের দুই নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটায় তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দীন সোহাগ ও কর্মী সোহাগ।গুলশান থানার ওসি (তদন্ত) ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে। তবে তাদের কোথায় রাখা হয়েছে এ ব্যাপারে তিনি কিছু জানাননি।