দেশজুড়ে

পাবনায় গ্রেনেডসহ জেএমবি সদস্য গ্রেফতার

পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর থেকে তিনটি গ্রেনেডসহ জেএমবি সদস্য মানিক হাসান বাবুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার মধ্যরাতে বগুড়ার ডিবি পুলিশের সহায়তায় পাবনা থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাবু দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার আবু হেলালের ছেলে।পাবনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবি পুলিশের সহায়তায় পাবনা থানা পুলিশের একটি টিম রাত ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর টিনের মসজিদ এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মানিককে গ্রেফতার করে। এসময় বাবুর হেফাজতে থাকা দেশে তৈরি তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়। গ্রেনেডগুলো থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়। ওসি আরো জানান, মানিককে গ্রেফতারের সময় তার আরো এক সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারের পর তিনি পুলিশের কাছে নিজেকে জেএমবি সদস্য বলে স্বীকার করেছেন। আরো তথ্য নিতে তাকে পাবনা পুলিশ সুপারের অফিসে জিজ্ঞাসাবাদ করা হবে। একে জামান/এআরএ/এবিএস