লাইফস্টাইল

প্রাক্তনের সঙ্গে ফের সম্পর্ক, নতুন প্রজন্মের ট্রেন্ড

সম্পর্ক ভাঙলে সাধারণত যোগাযোগও বন্ধ হয়ে যায়। একসময় যাকে ছাড়া এক মুহূর্তও ভাবা যেত না, ব্রেকআপের পর সেই মানুষটির সঙ্গে সব যোগাযোগ ছিন্ন হয়ে যায়।

কিন্তু নতুন প্রজন্ম, বিশেষ করে জেন জিদের সম্পর্ক নিয়ে ভাবনার ধরনে বড় পরিবর্তন এনেছে। অনেক তরুণ- তরুণী ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়ে আবার প্রাক্তনের সঙ্গে সম্পর্ক শুরু করছেন। যদিও অনেকের কাছে এটি অস্বাভাবিক মনে হতে পারে, বর্তমানে এই প্রক্রিয়া একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। এই পুনরায় সম্পর্ক গড়ার ধারা বা প্রক্রিয়াকেই বলা হচ্ছে সার্কুলার রিলেশনশিপ।

সার্কুলার রিলেশনশিপ কী?

সার্কুলার রিলেশনশিপ মূলত ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগানো, প্রাক্তনকে দ্বিতীয় সুযোগ দেওয়া। পুরোনো সম্পর্ক ভাঙার কয়েক বছর পরে যদি সেই যুগল আবার মিলিত হয়, সেটাই সার্কুলার রিলেশনশিপ। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয়বার একই মানুষের সঙ্গে সম্পর্ক আসাটা সব সময় ভুল হয় না। বরং দ্বিতীয়বার সম্পর্কটা আরও পরিপক্ক হওয়ার সম্ভাবনা থাকে। অতীতে করা ভুলগুলো এড়ানো যায়, এবং সম্পর্ককে আরও মজবুত করার দিকে মনোযোগ দেওয়া হয়।

সার্কুলার রিলেশনশিপ ট্রেন্ডে থাকার কারণ

কেন এটি ট্রেন্ডে? সিনেমার মতো জীবনধারার কারণে। প্রথমে আমরা কারো সঙ্গে দেখা করি, ডেটে যাই, প্রেমে পড়ি এবং জীবনে একজন সঙ্গীর স্বাচ্ছন্দ্য অনুভব করি। কিন্তু সময়ের সঙ্গে, একে অপরের অভ্যাসও ত্রুটি লক্ষ্য করি, যা ধীরে ধীরে সংঘর্ষে পরিণত হয় এবং বিচ্ছেদের দিকে ঠেলে দেয়। কিন্তু রাগ কমার পর, অনেকেই প্রাক্তনকে মিস করতে শুরু করেন। তাদের উপস্থিতি, হাসি, সান্ত্বনা-সবকিছুই আকর্ষণ করে। তখন নতুন করে শুরু করার চেয়ে পরিচিত কারো সঙ্গে কাজ করে ফেলা সহজ মনে হয়। তাই অনেকে প্রাক্তনের কাছে ফিরে যান।

প্রাক্তন মানেই সবসময় টক্সিক বা খারাপ নয়। অনেক সময় পরিস্থিতির চাপের কারণে ব্রেকআপ হয়। বিচ্ছেদের পরই প্রাক্তনের গুরুত্ব বোঝা যায়। অনেকের সঙ্গে মেলামেশা করার পরেও সেই স্পার্ক বা অনুভূতি তৈরি হয় না, যা প্রাক্তনের সঙ্গে ছিল। বন্ধুত্ব বা বন্ডিং মিস করতে থাকায় বহু মানুষ পুনরায় প্রাক্তনের কাছে ফিরে আসেন।

সার্কুলার রিলেশনশিপ মজবুত যেভাবে করবেন-চাইলেই প্রাক্তনের কাছে ফেরা যায় না। প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একে অপরের প্রতি একই অনুভূতি থাকা। পাশাপাশি, পূর্বের ভুল বোঝাবুঝি এবং তিক্ততা মিটিয়ে নতুন সম্পর্ক শুরু করতে হবে। পুরোনো রাগ ও অভিমানকে নতুন শুরুতে যুক্ত করা ঠিক নয়।

সার্কুলার রিলেশনশিপে যাওয়ার সময় পুরোনো কথা মনে রাখা বা আগের তিক্ত মুহূর্তগুলো টানার প্রবণতা ত্যাগ করতে হবে। যখনই কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়, পুরোনো ঘটনা টেনে আনলে সম্পর্ক টিকে থাকতে পারবে না। তাই দ্বিতীয় সুযোগের পুরো সম্ভাবনা কাজে লাগাতে হলে অতীতকে পেছনে ফেলে নতুন করে শুরু করা সবচেয়ে ভালো।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট , টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুনসঙ্গীর জন্মদিন ভুলে গেছেন? শেষ মুহূর্তে মন জয় করার উপায়যে কারণে মানুষ সম্পর্কে জড়ায়

এসএকেওয়াই/জেআইএম