দেশজুড়ে

রাজবাড়ীতে চোরাচালান দলের ৬ সদস্য গ্রেফতার

রাজবাড়ী সদরের রেলওয়ে স্টেশনের ফুলতলা এলাকা থেকে অর্থ চোরাচালান দলের ৬ সদসকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।আটকরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের মো. শহিদুল ইমলামের ছেলে মো. রাশেদুল ইসলাম, টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলার আনালিয়া বাড়ী গ্রামের সানাউল্লাহ প্রামানিকের ছেলে মো. ইউসুফ আলী, পাংশা উপজেলার সৎজিৎপুর এলাকার মৃত-বিনয় সরদারের ছেলে প্রান্তুষ সরদার, একই উপজেলার গোদিবাড়ি গ্রামের মৃত- সাত্তার শেখের ছেলে মো. আজিজ শেখ, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরচাকদাহ গ্রামের মতিলাল মন্ডলের ছেলে মনোরঞ্জন মন্ডল ও  কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার নিলক্ষি এলাকার মজিবুর রহমানের ছেলে মুঞ্জুরুল আলম মামুন। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবুল বাশার মিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে অর্থ চোরাচালানের সময় হাতেনাতে ওই চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি নকল ধাতব মুদ্রা যার গায়ে ১৮৩৯ সাল লেখা রয়েছে উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।রুবেলুর রহমান/এসকেডি