লক্ষ্মীপুরে অস্ত্রসহ মো. সাদ্দাম হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শনিবার বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জের জাপানি মার্কেট থেকে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম চন্দ্রগঞ্জের মটবী এলাকার মৃত শাহ আলমের ছেলে।রাতে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জের জাপানি মার্কেটে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। এসময় তাকে তল্লাশি করে একটি দেশি এলজি উদ্ধার করা হয়।কাজল কায়েস/এসকেডি