ধর্ম

তালাক দেওয়া স্ত্রীকে আবার বিয়ে করা যায়?

প্রশ্ন: তালাক দেওয়ার পর প্রাক্তন স্ত্রীকে আবার বিয়ে করা যায়?

উত্তর: তালাক দেওয়ার পর প্রাক্তন স্ত্রীকে আবার বিবাহবন্ধনে ফিরিয়ে নেওয়া বৈধ বা অবৈধ হওয়া এবং এর পদ্ধতি তালাকের প্রকারের ওপর নির্ভর করে। এখানে আমরা ৩ প্রকার তালাক এবং সে অনুযায়ী স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার পদ্ধতি তুলে ধরলাম:

১. তালাকে রাজঈ

স্বামী যদি স্ত্রীকে এক বা দুই তালাক দেয় এবং তালাকগুলো বায়েন না হয়, তাহলে ইদ্দত শেষ হওয়ার হওয়ার আগ পর্যন্ত স্বামী বিয়ে ছাড়াই স্ত্রীকে বিবাহবন্ধনে ফেরাতে পারে। মৌখিকভাবে তাকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করে নেওয়ার কথা জানালে বা ফিরিয়ে নেওয়ার নিয়তে তার সঙ্গে সহবাস করলে তাদের বিবাহবন্ধন বহাল হয়ে যায়।

তালাকে রাজঈপ্রাপ্ত স্ত্রীকে বিবাহবন্ধনে ফেরানো স্বামীর ইচ্ছার ওপর নির্ভর করে, এ ক্ষেত্রে স্ত্রীর সম্মতি অপরিহার্য নয়। 

২. তালাকে বায়েন

স্বামী যদি স্ত্রীকে এক বা দুই তালাকে বায়েন দেয়, তাহলে ইদ্দতের মধ্যে বা ইদ্দতের পরে স্ত্রীকে তার সম্মতিতে নতুন মোহর দিয়ে পুনরায় বিয়ে করতে পারে। তালাকে বায়েনপ্রাপ্ত স্ত্রীকে তার সম্মতি ছাড়া বা নতুন বিয়ে ছাড়া বিবাহবন্ধনে ফেরানোর সুযোগ থাকে না।

স্বামী যদি স্ত্রীকে এক বা দুই তালাকে রাজঈ দেয় এবং তাকে ফেরানোর ঘোষণা বা তার সঙ্গে সহবাসের আগে ইদ্দত শেষ হয়ে যায়, তাহলে তালাকে রাজঈ তালাকে বায়েনে পরিণত হয়। এরপর ওই প্রাক্তন স্ত্রীর সম্মতি থাকলে প্রাক্তন স্বামী নতুন মোহরে নতুনভাবে তাকে বিয়ে করতে পারে। তার সম্মতি ছাড়া বা নতুন বিয়ে ছাড়া তাকে বিবাহবন্ধনে ফেরানোর সুযোগ থাকে না।

৩. তালাকে মুগাল্লাযা 

স্বামী যদি স্ত্রীকে একসাথে বা ভিন্ন ভিন্ন সময়ে তিনটি তালাক দেয়, তাহলে ওই প্রাক্তন স্ত্রীকে বিয়ে ছাড়া বিবাহবন্ধনে ফেরানো বা পুনরায় বিয়ে করার আর কোনো সুযোগ থাকে না।

তবে ওই প্রাক্তন স্ত্রীর সঙ্গে যদি অন্য কোনো পুরুষের বিয়ে হয়, সহবাস হয়, তারপর ওই স্বামীর মৃত্যু হয় বা তালাক হয়ে যায়, তাহলে তার সম্মতি থাকলে তিন তালাকদাতা প্রাক্তন স্বামী নতুন মোহরে নতুনভাবে তাকে বিয়ে করতে পারে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তালাক দুইবার; তারপর স্ত্রীকে ভালোভাবে রাখবে অথবা সুন্দরভাবে ছেড়ে দেবে।… যদি সে তাকে আবার তালাক দেয়, তাহলে সে তার জন্য আর হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী গ্রহণ না করে। তারপর ওই স্বামী যদি তাকে তালাক দেয়, তবে উভয়ের পুনরায় মিলিত হওয়াতে গুনাহ নেই, যদি উভয়ের আস্থা জন্মে যে উভয়ে আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে। (সুরা বাকারা: ২২৯-২৩০)

স্ত্রীর সাথে কোনো ঝগড়া বা মনোমালিন্য হলে রাগের মাথায় ‘তালাক’ শব্দ উচ্চারণ করা বা তালাক দেওয়ার নিয়তে কিছু বলার ব্যাপারে স্বামীদের সাবধান থাকা কর্তব্য। রাগের মাথায়, ঠাট্টা করে বা তালাক দেওয়ার নিয়ত ছাড়া ‘তালাক’ বললেও তালাক হয়ে যায়। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, তিন বিষয়ে ঠাট্টাচ্ছলে কিছু বললেও তা যথার্থভাবে বলা কথার মতোই ধর্তব্য হয়; বিয়ে, তালাক ও তালাক প্রত্যাহার। (সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি)

ওএফএফ