নড়াইলে “নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস” পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১টায় নড়াইল আদালত চত্ত্বরে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে মানববন্ধন ও র্যালী করা হয়েছে। “পুলিশ হেফাজতে নির্যাতন বন্ধ কর”, “স্টপ টর্চার ইন কাস্টডি” এই জাতীয় শ্লোগান নিয়ে নির্যাতিতরা মানবন্ধনে অংশ নেন।মানববন্ধনে দিবসের মূল প্রতিপাদ্য সম্বলিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক কাজী হাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, প্রফেসর মলয় কান্তি নন্দী, অ্যাড.কাজী বশিরুল হবক, অ্যাড.তারিকুজ্জামান লিটু, প্রভাষক নজরুল ইসলাম সরদার, শাহাবাদ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না, সাংবাদিক সাথী তালুকদার, যাযাবর মুনীর ও সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু প্রমুখ। মানববন্ধনে বলা হয়, বাংলাদেশে পুলিশ হেফাজতে মৃত্যু, কারাগারে নির্যাতন ও রিমান্ডের নামে নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের বড় উদাহরণ যা দিন দিন বেড়েই চলেছে। এক্ষেত্রে ভুক্তভোগীরা পুনরায় নির্যাতনের শিকার হবার ভয়ে মুখ খোলেন না তাই বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে আসলেও প্রকৃত অনেক তথ্য গোপন থেকে যায়।এ সকল নির্যাতন বন্ধ করে বাংলাদেশকে একটি মানবাধিকার সংরক্ষিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করনে অধিকারের পক্ষ থেকে কয়েকটি সুপারিশ প্রনয়ণ করা হয়।হাফিজুল নিলু/এফএ/এবিএস