দেশজুড়ে

মেহেরপুরে ভারতীয় পণ্যসহ একজন আটক

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি এলাকা থেকে ভারতীয় কাপড় ও কসমেটিক্স সামগ্রীসহ মিজানুর রহমান নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ।রোববার সকালে নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি বামুন্দির নিশিপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে।পুলিশ সুপার হামিদুল আলম জানিয়েছেন, বামুন্দির নিশিপুর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে ভারতীয় কাপড় ও কসমেটিক্স সামগ্রী রাখা আছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।পরে তার বাড়ির একটি কক্ষ থেকে ভারতীয় প্যান্ট পিস, থ্রি-পিস ও গেঞ্জিসহ কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। এসময় ভারত থেকে আনা চোরাচালান পণ্য রাখার দায়ে মিজানুরকে আটক করা হয়। আটক মালামালের মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ সুপার।আতিকুর রহমান টিটু/এফএ/আরআইপি