জাতীয়

রাজধানীতে বোমা হামলায় কৃষকলীগ নেতা নিহত, আহত ৪

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের ঈদগাহ মাঠের ভিতরে সালিশি বৈঠক চলাকালে বোমা হামলায় স্থানীয় কৃষকলীগ নেতা নিহত  হয়েছেন। এসময় আরো ৪ জন আহত হয়েছেন।  রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীরা। আহতদের ঢাকা মেডিকিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেকের ভারপ্রাপ্ত ক্যাম্প পুলিশ ইনচার্জ মো. সেন্টু হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।আহতদের একজন মনির হোসেন বলেন, প্যান্ডেলের ভিতরে হাজী সেলিম অবস্থান করছিলেন। প্যান্ডেলের বাইরে বোমার বিষ্ফোরণ ঘটে। হাজী সেলিম অক্ষত রয়েছেন।