যাত্রীবাহী লঞ্চে হামলা চালিয়ে স্টাফদের আহত করার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন ও নৌ-যান শ্রমিক ফেডারেশন। শনিবার রাতে নগরীর বান্দ রোডস্থ লঞ্চ লেবার এসোসিয়েশনের বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দের সিন্ধান্ত অনুযায়ী জেলার ৩টি নৌ-রুটে ৬ জানুয়ারি থেকে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেয়া হয়েছে।লঞ্চ লেবার এসোসিয়েশনের সভাপতি শেখ আবুল হাসেম মাস্টার রাতে সভা শেষে জানান, জেলার মঞ্জু চৌধুরীর হাট নৌ-রুটে চলাচলাকরা মেসার্স শ্রীপুর নেভিগেশন কোম্পনী’র লঞ্চ ‘এমভি উপবন’-এ শুক্রবার রাতে মেহেন্দিগঞ্জ স্টীমার ঘাটে অবস্থান করায় হামলা চালিয়ে ভাঙচুর করে একদল সন্ত্রাসী।এসময় সন্ত্রাসীরা লঞ্চের কেরানী নাসিমুল হাসান চৌধুরীকে মারধর করে নগদ ১৭ হাজার টাকা ও ১টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এদের মধ্যে রায়হান নামে একজনকে চিহ্নিত করে মেহেন্দিগঞ্জ থানায় রাতেই একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এঘটনার প্রতিবাদ ও হামলাকারি সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ৬ জানুয়ারি সকাল থেকে জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ ও মঞ্জু চৌধুরীর হাট এ ৩টি রুটে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।সংগঠনের সভাপতি শেখ আবুল হাসেম মাস্টারের সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সিকদার আবুল হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক একিন আলী মাস্টার, আইয়ূব আলী মাস্টার ও মো. নুরু মাস্টার।