কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ওয়্যারেবলস নির্মাতা স্টার্টআপ লিমিটলেসকে অধিগ্রহণ করেছে মেটা। কোম্পানির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। অধিগ্রহণের আর্থিক বিবরণ বা কাঠামোগত পরিবর্তন প্রকাশ না করলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-স্টার্টআপটি কিছুটা হলেও নিজস্ব স্বায়ত্তশাসন বজায় রাখবে।
লিমিটলেস হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এআই স্টার্টআপ, যারা মূলত ব্যক্তিগত উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক এআই ওয়্যারেবলস এবং স্মার্ট সফটওয়্যার টুল তৈরি করে। কোম্পানির লক্ষ্য-মানুষের দৈনন্দিন কাজ, মিটিং, কথোপকথন ও ব্যক্তিগত রেফারেন্স মেমোরি-সমস্যা দূর করতে ‘পার্সোনাল সুপারইন্টেলিজেন্স’ প্রযুক্তি তৈরি করা।
লিমিটলেস প্রথম বাজারে আসে তাদের এআই-চালিত পেনডেন্ট ডিভাইসের মাধ্যমে, যা আশপাশের অডিও ক্রমাগত রেকর্ড করে পরে ভয়েস বা টেক্সট প্রম্পটে নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে সহায়তা করে।
অধিগ্রহণের ঘোষণা দেওয়ার পর স্টার্টআপটির হোমপেজে এখন দেখা যাচ্ছে- ‘লিমিটলেস হ্যাজ বিন অ্যাকিউরেড বাই মেটা’ লেখাসহ একটি ভিডিও বার্তা। সেখানে সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ড্যান সিরোকার বলেন, প্রযুক্তির বিস্তৃতি এবং প্রোডাকশন সাইকেল দ্রুততর করতে মেটার সঙ্গে যুক্ত হওয়াই ছিল বাস্তবসম্মত সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, ‘আমরা আর কোনো বিচ্ছিন্ন ধারণা নিয়ে কাজ করছি না। আমরা এমন এক ভবিষ্যত নির্মাণ করছি, যা এখন অনিবার্য। আমরা একা নই।’
সিরোকার মতে, মেটা ও লিমিটলেস দু’পক্ষই ‘পার্সোনাল সুপারইন্টেলিজেন্স সবার কাছে পৌঁছে দেওয়া’ এবং ‘অসাধারণ এআই-সক্ষম ওয়্যারেবলস’ তৈরির অভিন্ন ভিশন ধারণ করে। তাই অধিগ্রহণের পরও লিমিটলেস ব্র্যান্ডের পণ্য বাজারে আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
অধিগ্রহণের আর্থিক শর্ত কিংবা লিমিটলেসের সাংগঠনিক পরিবর্তন বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সিইও সিরোকার তার পদে থাকছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কোম্পানিটি এখন মেটার সুপার ইন্টেলিজেন্স ল্যাব-এর অধীনে যাবে, নাকি রিয়েলিটি ল্যাবের সঙ্গেই সমন্বিত হবে-তা এখনো নিশ্চিত নয়।
এর সুবিধা মেটা কোথায় কোথায় ব্যবহারকারীদের জন্য দিচ্ছে তাও এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মেটার মালিকানাধীন অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এআইয়ের ব্যবহার আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হবে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপে ছবি-মেসেজে স্টিকার রিয়্যাকশন দেওয়া যাবেএবার বিপজ্জনক ১৫ লাখ অ্যাপ সরালো গুগল
সূত্র: এনডিটিভি
শাহজালাল/কেএসকে/জেআইএম