দেশের চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে গণফোরামের সভাপতি ড. কামালের হোসেনের বাসায় বৈঠক হয়েছে। বৈঠকে যোগ দেন ১৪ দল ও ২০ দলের বাইরে থাকা কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।বৈঠক শেষে ড. কামাল সাংবাদিকদের বলেছেন, সংঘাত নয়, বরং প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপে বসে যে সমস্যাগুলো রয়েছে তা সমাধান করা জরুরি। গণতন্ত্র সংহত করতে হলে আলাপ আলোচনার কোন বিকল্প নেই। আলোচনার মাধ্যমেই এই রাজনৈতিক অচলাবস্থার নিরসন করা দরকার।এর আগে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বৈঠকে বসেন নেতারা।তিনি বলেন, একটি বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসনকে অগণতান্ত্রিকভাবে অবরুদ্ধ করার নিন্দা জানিয়েছেন নেতারা। ৫ জানুয়ারি নিয়ে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে দলগুলোর করণীয় কী, সে সম্পর্কে আলোচনা হয়েছে।