সাতক্ষীরায় নিয়মিত অভিযানে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলার ৪০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটকদের মধ্যে সদর থানায় ১৩ জন, কলারোয়ায় ৭ জন, তালায় ২ জন, কালীগঞ্জে ৫ জন, শ্যামনগরে ৫ জন, আশাশুনিতে ৩ জন, দেবহাটায় ৩ জন ও পাটকেলঘাটায় ২ জন আসামি রয়েছে। আটকদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।আকরামুল ইসলাম/এসএস/এবিএস