বাগেরহাট জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাড়াপাড়া ইউনিয়নের চারবার নির্বাচিত চেয়ারম্যান ক্রীড়া ব্যক্তিত্ব রফিকুল ইসলাম রুমি সোমবার সকাল ৯টায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।গত ২৫ তারিখে তিনি ডায়রিয়াজনিত কারণে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পাটরপাড়া গ্রামের মরহুম আক্কাস আলীর ১০ ছেলে মেয়ের মধ্যে রুমি ছিলেন দ্বিতীয়। বিবাহিত জীবনে তিনি ছিলেন নিঃসন্তান। তিনি স্ত্রী, চার ভাই ও দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাগেরহাট আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।এদিকে রুমির মৃত্যুতে বাগেরহাটে শোকের ছায়া নেমে এসেছে। রফিকুল ইসলাম রুমি বাগেরহাটে ষাট দশকে ছাত্র ইউনিয়ন-ভাসানী ন্যাপের রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে পথচলা শুরু করেন। পরে তিনি জেলা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কাড়াপাড়া ইউনিয়ন পরিষদে চারবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ছিলেন নব্বইর দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বাগেরহাটের রাজপথের লড়াকু সেনাপতি। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ মজিবুর রহমান, অ্যাড. হুমায়ুন কবির বুলবুল, জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ আকরাম হোসেন তালিম, শেখ নজরুল ইসলাম, কামরুল ইসলাম গোরা ও যুগ্ম সাধারণ সম্পাদক খাদেম নিয়ামুল নাসির আলাপ শোক প্রকাশ করেছেন। শওকত আলী বাবু/এফএ/এমএস