দেশজুড়ে

বসত-বাড়ির দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

বাগেরহাটের মোরেলগঞ্জে বিবদমান একটি বসতবাড়ির দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ৩ নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে পাঠামারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আলামীন শেখ (৩৬), তার স্ত্রী নাজমা বেগম (২৭), বোন ফরিদা বেগম (৪৫), হালিম মাতুব্বর (৪২), হালিমের স্ত্রী জয়তুন বেগম (৩৫) ও ছেলে জাহিদুলকে (২৬) প্রথমে মোরেলগঞ্জ ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পাঠামারা গ্রামের আব্দুস সত্তার শেখের ছেলে আলামীনের বসত-বাড়ির জমি নিয়ে পার্শ্ববর্তী বদনীভাঙ্গা গ্রামের আলী আকাবর মাতুব্বরের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা চলছে। আজ সকালে আলী আকবর বাড়িটি দখল করার উদ্দেশ্যে ২০/২৫ জনের একটি বাহিনী নিয়ে হামলা চালায়। এ সময় দুইপক্ষের সংঘর্ষে ৩ নারীসহ ১০/১২ জন আহত হন। হামলাকারীরা আলামীন শেখের বসতঘর গুড়িয়ে দিয়েছে এবং একটি নার্সারির ৩ হাজার গাছের চারা কেটে ফেলেছে। এতে আলামীন শেখের কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে জানা গেছে।মোরেলগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুফতি কামাল হোসেন জানান, আহতদের মধ্যে আলামীন শেখ ও নাজমা বেগমের অবস্থা আশঙ্কাজনক। আলামীন শেখ উপজেলা মৎস্যজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক।এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, মারপিটের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শওকত আলী বাবু/এফএ/পিআর