সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৯৫ হাজার ৫শ টাকা মূল্যের বাংলাদেশি মধু জব্দ করেছে বিজিবি। ৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী সোমবার বিকেল ৪টায় এ তথ্য জানিয়েছেন। হাবিলদার আবুল বাশারের নেতৃত্বে একটি টহল দল ডোমরা রাশেদা স্কুলের সামনে থেকে এ মধু জব্দ করে। তবে এ সময় কোনো চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি। ধারণা করা হচ্ছে মধুগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী জানান, জব্দকৃত মধুর ওজন ৫ হাজার ৫৯৩ কেজি। জব্দকৃত মধু সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। আকরামুল ইসলাম/এমএএস/এমএস