দেশজুড়ে

প্রস্তুত দৌলতদিয়া ঘাট

পবিত্র ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের চাপ সামলাতে প্রস্তুত দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত  রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। এবার অভ্যন্তরীণ এ নৌ-রুটে ভারি যানবাহনসহ যাত্রী পারাপারে ফেরি থাকবে মোট ১৯টি। যার মধ্যে বড় রো ফেরি ১০ টি, কে-টাইপ ফেরি ৩ টি ও ইউটিলিটি ফেরি থাকবে ৬টি। পাশাপশি যাত্রী পারাপারের জন্য রয়েছে ২০টি লঞ্চ।   দৌলতদিয়া ঘাটের টার্মিনাল এলাকায় সকল অপ্রীতিকর ঘটনা, ছিনতাইকারী ও দালাল চক্র থেকে যাত্রীদের হয়রানি এড়াতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজর রয়েছে ওই সিসি টিভির ফুটেজে। তাছাড়া টার্মিনাল এলাকায় প্রায় ৫০ ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। যেখান থেকে ওই এলাকার চারদিকে সরাসরি নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।বিআইডব্লিউটিএ আরিচা ঘাটের সহকারী পরিচালক ট্রাফিক মো. ফরিদুল ইসলাম জানান, ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ২০ থেকে ২১টি লঞ্চ থাকবে। তাছাড়া বাকি লঞ্চগুলো আরিচা-কাজীরহাট ও আরিচা-দৌলতদিয়া রুটে চলবে। এবার লঞ্চের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভাল। ধারণ ক্ষমতার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা হবে না।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ম্যানাজার (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, ঈদে যাত্রীদের পারাপার নিশ্চিত করতে ছোট বড় ১৯টি ফেরি চালু থাকবে। বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের উপসহকারী পরিচালক শাহ আলম জানান, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন অব্যাহত থাকায় ২নং ফেরিঘাটটি নিয়ে একটু সংশয় আছে। তবে আশা করছেন ঈদে ঘরমূখো যাত্রীদের চাপ সামলাতে পারবেন। ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাট হাই ওয়াটার লেভেলে থাকলেও ২ নম্বর ঘাটটি রয়েছে মিড ওয়াটার লেভেলে।গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ জানান, এবারের ঈদে যাত্রীদের দৌলতদিয়া ঘাট প্রান্তে কোনো ঝামেলা পোহাতে হবে না। যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে পুলিশ সুপার জিহাদুল কবিরের নির্দেশে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঘাট এলাকা সিসি ক্যামারার আওতায় আনা হয়েছে। তাছাড়া ওয়াচ টাওয়ার থেকে পুরো ঘাট এলাকা বাইনোকুলারের সাহায্যে পর্যবেক্ষণে রাখা হবে।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষ জানান, ঈদে যাত্রীদের সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। নদীতে যাত্রীদের সেবা নিশ্চিত করতে নৌ পুলিশের টহল টিমের পাপশাপশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও থাকবে।রুবেলুর রহমান/এফএ/পিআর