রেডিও ঢাকা এফএম ৯০.৪ এ অন্ধকারের গল্পে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফেলানী হত্যাকাণ্ডের সেই করুন কাহিনী শুনাচ্ছেন বাবা নুরুল ইসলাম ও মা জাহানারা বেগম।প্রতি সপ্তাহের ন্যায় আজ রোববার রাত সাড়ে দশটায় রেডিও ঢাকা এমএম-এ শুরু হয়েছে অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘অন্ধকারের গল্প’।২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয় ফেলানী। তখন ফেলানীর এই হত্যাকাণ্ড বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করে। ঘটনাটি স্থান পায় বিশ্ব মিডিয়াতেও। বর্তমানে ফেলানী হত্যাকাণ্ডের বিচার ভারতের আদালতে বিচারাধীন।৭ জানুয়ারি ফেলানীর মৃত্যুর চার বছর পূর্তি হবে। এ উপলক্ষেই রেডিও ঢাকা এফএম ৯০.৪ ফেলানীর বাবা-মাকে ঢাকায় এনে তাদের মুখ থেকে সেদিনের হত্যাকাণ্ডের বর্ণনা শুনছেন।পাঠক ঘটনার বর্ণনা শুনুন রেডিও ঢাকা এফএম ৯০.৪।