ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার সীমানা সংলগ্ন এলাকায় অভিরামপুর ব্রিজের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালের এ দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে উদ্ধার অভিযানের কারণে ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।আহত ট্রাক চালককে রংপুর মেডিকেল কলেজ (রমেক) ও বাস চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪৩৬৭৪৯) সঙ্গে রংপুরগামী মালবাহী ওই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮৭১৮৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও ট্রাকের চালক-হেলাপারসহ অন্তঃত ৩১ জন আহত হন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ লোহানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।অমিত দাশ/এফএ/এমএস