শেরপুরের নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠান। এর আগে মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা গ্রামের ফুটবল মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর শহরের নারায়নপুর এলাকার শিবনাথ চন্দ্র দে’র ছেলে আশীষ চন্দ্র গোল (২৩) ও আজিরদ্দিনের ছেলে সিএনজি চালক আব্দুস সাত্তার (২৫)।ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর শহরের ৩ যুবক একটি সিএনজি অটোরিকশাযোগে নালিতাবাড়ীর কালাকুমা এলাকায় গিয়ে ভারতীয় মদের চালান নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সদস্য আবুল হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে কালাকুমা ফুটবল মাঠ এলাকায় অবস্থানরত সিএনজি অটোরিকশাটিতে তল্লাসি চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় সিএনজি চালক সাত্তার ও মাদক বহনকারী আশীষ চন্দ্র গোলকে পুলিশ গ্রেফতার করলেও অপর দুই যুবক কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে বলে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানিয়েছেন।হাকিম বাবুল/এফএ/পিআর