দেশজুড়ে

চলাচলের অযোগ্য ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক

ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের আমেরচারা থেকে ডাকবাংলা ত্রিমহনী পর্যন্ত সড়ক এখন মরণ ফাঁদ। এই সড়কে সব ধরনের যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। রাস্তার কাজ শেষ না করে ঠিকাদার লাপাত্তা। ভালো রাস্তা খুঁড়ে এভাবে ফেলে রাখায় এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।একদিকে রাস্তায় ধুলো বালি ছড়িয়ে বসতবাড়িতে প্রবেশ করছে। অন্যদিকে, আশে পাশের কয়েকশ পরিবার পড়েছে চরম বিপাকে।এলাকাবাসীর অভিযোগ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কটির নির্মাণ কাজ দুই বছর আগে শুরু হলেও গত দেড় বছর যাবৎ তা বন্ধ রয়েছে। নির্মাণ কাজ শেষ না করে ভাঙাচোরা অবস্থায় ফেলে রাখায় সড়কটির এখন বেহাল দশা। যা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন কষ্ট করে চলাচল করছে হাজার হাজার গণপরিবহন। ভুক্তভোগীরা জানান, বৈডাঙ্গা বাজারের পশ্চিম দিকে আদর্শ পাড়া থেকে উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫০০ মিটার পুরাতন সড়ক ভেঙে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়। প্রায় দেড় বছর পূর্বে শুরু করলেও অজও নির্মাণ কাজ শেষ করেনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে খুব শিগগিরই সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হবে।আহমেদ নাসিম আনসারী/এআরএ/পিআর