দেশজুড়ে

মাগুরার অপহৃত ব্যবসায়ী রাজবাড়ী থেকে উদ্ধার

মাগুরায় অপহৃত ব্যবসায়ী আশুতোষ বিশ্বাসকে রাজবাড়ীর কোমরপুর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার কোমরপুর গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। আশুতোষ বিশ্বাসকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।অপহৃত ব্যবসায়ী আশুতোষ বিশ্বাস জাগো নিউজকে জানান, মঙ্গলবার দুপুরে শহরের এম আর রোডে এক ব্যবসায়ীর পাওনা টাকা পরিশোধ করে ৬ লাখ ১০ হাজার টাকা জমা দেয়ার জন্য ইজিবাইক যোগে ব্র্যাক ব্যাংকের মাগুরা শাখায় যাচ্ছিলেন। এসময় ইজিবাইকে থাকা দুই যাত্রী তাকে মুখ চেপে ধরে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ফেলে। পরে বুধবার সকালে রাজবাড়ীর কোমরপুর এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে শিক্ষকদের খবর দেয় শিক্ষার্থীরা। এরপর তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।সদর হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, তার শরীরের দুটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি শঙ্কামুক্ত।এ বিষয়ে মাগুরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জাগো নিউজকে জানান, নিখোঁজের বিষয়ে মঙ্গলবার রাতে আশুতোষের স্ত্রী দিতি বিশ্বাস সাধারণ ডায়েরি করেছেন। বুধবার পরিবারের সদস্যরা ওই ব্যবসায়ীকে রাজবাড়ীর কোমরপুর গ্রাম থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি অপহরণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।আরাফাত হোসেন/এআরএ/পিআর