গাইবান্ধার বেসরকারি সংগঠন ‘কর্মীরহাত’ এর উদ্যোগে জেলার ১শ জন দুস্থ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার আমেরিকার ফ্রি হুইলচেয়ার মিশনের সহযোগিতায় কর্মীরহাত কার্যালয় চত্বরে প্রতিবন্ধীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মমিন খান। সংগঠন কার্যালয় চত্বরে সভাপতি এম. আব্দুস সোবহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. আব্দুল মাজেদ রাজু ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ। উল্লেখ্য, কর্মীরহাত ২০০৬ সাল থেকে দরিদ্র শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করে আসছে। তাদের পক্ষ থেকে এ পর্যন্ত দেশের ৫০টি জেলায় ১৬ হাজার ৫শ হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। অমিতাভ দাশ/এফএ/পিআর