মাদারীপুরের ডাসার থানার গোপালপুর এলাকা থেকে পুলিশ খালেদ সাইফুল্লাহ জামিল নামে এক যুবককে আটক করেছে বলে দাবি করেছে পরিবার। তবে আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষক রিপন চক্রবর্তীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়েছে।আটক খালেদ সাইফুল্লাহ জামিল মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিত বিভাগের প্রধান বেলায়েত হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে জামিলের মামা রিটনের ডাসারের গোপালপুর এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে যায়। এসময় মাদারীপুর সদর থানার এসআই বারেক করিম উপস্থিত ছিলেন বলে দাবি করেছে পরিবার। তবে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে স্বীকার না করায় পরিবারে আতঙ্ক বিরাজ করছে। দেশের আলোচিত শিক্ষক রিপন চক্রবর্তীর উপর হামলা ঘটনায় আটক গোলাম ফাইজুল্লাহ ফাহিম নামে এক কলেজছাত্র পুলিশের হেফাজতে কথিত বন্দুক যুদ্ধে মারা যায়। আলোচিত এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই বারেক করিম।জামিলের খালাত ভাই আরিফ হোসেন বলেন, সোমবার রাত ১টার দিকে আমার খালাত ভাই খালেদ সাইফুল্লাহ জামিলকে পুলিশ পরিচয়ে ৭/৮জন লোক আটক করে। রাত ৩টার দিকে খালেদ সাইফুল্লাহ জামিলের গোলাবাড়ীর বাসায় ব্যাপক তল্লাশি চালায় বলেও দাবি করেন। এসময় আমার মামা স্কুল শিক্ষক রিটনকেও আটক করে পরে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে আমার খালাত ভাই জামিলকে একটি পুলিশের গাড়িতে করে ফরিদপুরের দিকে নিয়ে যায়।এসময় মাদারীপুর সদর থানার এসএই বারেক করিম উপস্থিত ছিলেন বলেও জানান। এ ব্যাপারে জানতে মাদারীপুর সদর থানার এসআই বারেক করিমকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি।মাদারীপুর সদর থানা পুলিশের ওসি জিয়াউল মোর্শেদ আটকের বিষয়টি অস্বীকার করেছেন। তবে মাদারীপুরের পুলিশ সুপার সরোয়ার হোসেন এ বিষয় কিছু জানেন না বলে জানান। তবে মঙ্গলবার সারাদিন জামিলের বাড়ি তালাবদ্ধ ছিলো।এ কে এম নাসিরুল হক/ এমএএস/বিএ