দেশজুড়ে

পরিচ্ছন্ন-আধুনিক ব্রাহ্মণবাড়িয়া গড়তে চায় তারা

আমরাই ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম এটি। ব্রাহ্মণবাড়িয়ার সাড়ে ৪ হাজারেরও বেশি তরুণ-তরুণী এই সংগঠনের সদস্য। ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা ছাড়াও বহির্বিশ্বে ছড়িয়ে রয়েছে এ সংগঠনের সদস্যরা। এরা সবাই ‘স্বপ্নবাজ’। স্বপ্ন দেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা একদিন আধুনিক পরিচ্ছন্ন জেলা শহর হিসেবে দেশব্যাপী পরিচিতি লাভ করবে। এ লক্ষে সংগঠনটির সদস্যরা নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে, ইতোমধ্যে বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়নও করেছে এই ‘স্বপ্নবাজরা’।সংগঠনটির অন্যতম সমন্বয়ক জেবিন ইসলামের সঙ্গে কথা হয় জাগো নিউজের। তিনি জানান, নিজ জেলাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তোলার জন্য ২০১৫ সালের ২৪ জুলাই Wish For Better Brahmanbaria নামে ফেসবুকে একটি গ্রুপ পেজ খোলেন সংগঠনের প্রধান সমন্বয়ক বিবর্ধন রায় ইমন। এক পর্যায়ে Wish For Better Brahmanbaria বদলে গিয়ে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনে রূপ নেয়। এক ঝাঁক তরুণ-তরুণী যুক্ত হয় সংগঠনের সঙ্গে। যাত্রার শুরুর দিকটা মোটেও মসৃণ ছিল না। তবে আমাদের ছিল হার না মানা আত্মবিশ্বাস আর প্রবল ইচ্ছাশক্তি। সেই আত্মবিশ্বাস আর ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আমরা একের পর এক সামাজিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রেখেছি।জেবিন আরও জানান, গত বছরের মাঝামাঝি সময়ে ‘গ্রীণ ব্রাহ্মণবাড়িয়া’ শিরোনামে আমরা জেলার বিভিন্ন স্থানে ৩ হাজার বৃক্ষরোপণ করেছি। ইতোমধ্যে উইকিপিডিয়া বা বিশ্বতথ্যকোষে ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য সমৃদ্ধ করতে উইকিপিডিয়ার সঙ্গে একটি যৌথ কর্মশালাও করে সংগঠনটি। এছাড়া গত বছরের ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ামুক্ত দিবসে ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬২টি ব্লক বিজ্ঞাপনমুক্ত করে সেখানে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের চেতনাভিত্তিক ও বিভিন্ন জনসচেতনাতামূলক ছবি আঁকা হয়। এরপর শীত মৌসুমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তারা। জেবিনের মতে, তারুণ্যের শক্তি আর সবার সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক ও পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গড়ার স্বপ্ন একদিন পূরণ হবে তাদের।‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের প্রতিটি ইভেন্ট সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের ১৫/২০ জন সদস্য সক্রিয়ভাবে কাজ করেন। এদের মধ্যে মহিবুল হক, কাজল সাহা, জুবায়ের ফাহাদ, মিশুক মাহমুদ, রেজাউর রহমান মুন্না, শাকিলা জাফর জেসি, সাকেত নবী অন্যতম।এদিকে ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের সদস্যরা তাদের প্রাণের শহর ব্রাহ্মণবাড়িয়াকে দিচ্ছে ডাস্টবিন। ক্লিন ব্রাহ্মণবাড়িয়া শিরোনামে শহরের বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য নানা আকারের স্থায়ী-অস্থায়ীভাবে ৩০টিরও বেশি ডাস্টবিন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের সামনে একটি ডাস্টবিন স্থাপন করে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন।এমএএস/পিআর