জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের তথ্য উপদেষ্টা সৈয়দ দিদার বখত বলেছেন, এরশাদ জোর করে ক্ষমতায় যেতে চায় না, ঐকমত্যের ভিত্তিতে ক্ষমতায় বসতে চায়। জাতীয় পার্টি একটি সু-সংগঠিত রাজনৈতিক দল। জাতীয় পার্টি কোনো সন্ত্রাসী, হানাহানি, চাঁদাবাজি পছন্দ করে না এমন লোকদের প্রশ্রয়ও দেয় না। বৃহস্পতিবার জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাটিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলা জাপার সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ।আকরামুল ইসলাম/এআরএ/এমএস