দেশজুড়ে

রায়পুরে ইউপি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরের বামনী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন পাটওয়ারীসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম ও স্ত্রীর শ্লীলতাহানীর অভিযোগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাইচা গ্রামের যুগি বাড়ির জাহাঙ্গীর আলম গত সোমবার (২৭ জুন) দুপুরে তার বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে শ্রমিক নিয়ে মাটি ভরাটের কাজ করেছিলেন। পূর্ব শক্রতার জের ধরে ঘটনার সময় ইউপি সদস্য জাকির হোসেন সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে বলে। এসময় জাহাঙ্গীরের স্ত্রী রোকসানা বেগম প্রতিবাদ করলে তাকে মারধর ও শ্লীলতাহানি করা হয়।এক পর্যায়ে শ্রমিক মাহফুজ ও আলমগীর বাধা দিতে আসলে তাদেরও বেদম মারধর করা হয়। তাদের মাথা, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে ইউপি সদস্য জাকির হোসেন পাটওয়ারী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, এ ঘটনায় জাকির হোসেনকে প্রধান করে চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাটি তদন্ত চলছে বলেও জানান তিনি।কাজল কায়েস/এআরএ/এমএস