দেশজুড়ে

এরশাদের শাসনামলের কথা বর্ণনা করুন পরিবর্তন আসবেই

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের তথ্য উপদেষ্টা সৈয়দ দিদার বখত বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এরশাদের বিকল্প নেই। আপনারা এরশাদের শাসনামল দেখেছেন। পরবর্তী সরকারের শাসনামলও দেখছেন। গরীব-দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে এরশাদের প্রয়োজন।শুক্রবার সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে পাড়া মহল্লায় এরশাদের শাসনামলের কথা বর্ণনা করি। দেখবেন, পরিবর্তন আসবেই। তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ছাত্র সমাজের সদস্য সচিব আকরামুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাংগঠনিক সম্পাদক তালা রিপোর্টাস ক্লাব সভাপতি মীর জাকির হোসেন, উপজেলা জাপার সাধারন সম্পাদক এস.এম আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু প্রমুখ।আকরামুল ইসলাম/এআরএ/এমএস