দেশজুড়ে

সাতক্ষীরায় মাদকাসক্তের হাতে যুবক নিহত

সাতক্ষীরায় মাদকাসক্ত এক প্রতিবেশীর হাতে জাকির হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে শহরের কাটিয়া মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন মৃত গহর আলীর ছেলে। ঘটনার পর থেকে হামলাকারী প্রতিবেশী আজগার হোসেন (৪৫) পলাতক রয়েছেন।স্থানীয়রা জানান, রাতে আজগার হোসেন মদ খেয়ে কাটিয়া মাঠপাড়া এলাকায় মাতলামি করলে জাকির তাকে মাতলামি করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজগার তাকে বেধড়ক মারপিট করে। এসময় জাকির বুকে ব্যাথা অনুভব করলে পরিবারের সদস্যরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য রাত ২টার দিকে মরদেহ নিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। আকরামুল ইসলাম/এফএ/আরআইপি