দেশজুড়ে

জঙ্গি হামলায় স্বাধীনতা বিরোধীরা জড়িত : বাণিজ্যমন্ত্রী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্বাধীনতাবিরোধীরা ফের সক্রিয় হয়ে উঠেছে। ওরা গুপ্তহত্যা ও জঙ্গি সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শনিবার বেলা সাড়ে ১১টায় ভোলা সদর উপজেলা পরিষদ চত্বরে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় মৃত জেলে পরিবারকে  পুনর্বাসনের অনুদান প্রদান ও ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ আজকে আন্তর্জাতিকভাবে উন্নয়নের রোল মডেল। এটাকে বাধাগ্রস্ত করতে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে গত রাতে গুলশানে হামলা করা হয়েছে। এসময় মন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল সংস্থাকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি দোস্ত মাহামুদ প্রমুখ। নদীতে মাছ শিকারে গিয়ে নিহত ১০ জেলে পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা ও ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত ৩৫০ জনের মাঝে একবান করে ঢেউটিন, নগত ৩ হাজার টাকা অার্থিক সহায়তা প্রদান করা হয়। এমএএস/এবিএস