দেশজুড়ে

সাতক্ষীরায় পুরোহিতকে কোপানোর ঘটনায় মামলা : গ্রেফতার ৩

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৫৫) কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদ সাধু বাদী হয়ে শনিবার রাতে এ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, ঘটনায় মামলা হয়েছে। জড়িত  সন্দেহে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করে তিনি বলেন, তদন্ত চলছে। অপরাধীদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। প্রসঙ্গত, শনিবার ভোর ৪টার দিকে ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পুলিশ প্রশাসনের তত্ত্বাবধায়নে দুপুরে তাকে হেলিকপ্টারযোগে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে পুরোহিত ভবসিন্দু বর আশঙ্কামুক্ত রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আকরামুল ইসলাম/এফএ/আরআইপি