দেশজুড়ে

ঝালকাঠিতে কলেজছাত্রকে গুলি করে হত্যা

ঝালকাঠির নলছিটি উপজেলার মালুহার প্রাথমিক বিদ্যালয় মাঠে সজল হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সজল হাওলাদার উপজেলার মধ্য কামদেবপুর এলাকার রফিক হাওলাদারের ছেলে। তিনি মোল্লারহাট ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন। সজলের বাবা জাগো নিউজকে বলেন, সকালে লোকমুখে খবর পেয়ে আমরা মালুহার প্রাথমিক বিদ্যালয় থেকে বাম হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় সজলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার শহিদুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম। এই ঘটনার পর ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ বলেন, হত্যার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।আতিকুর রহমান/এআরএ/পিআর