তথ্যপ্রযুক্তি

ছবি তোলা ছাড়াও যেসব কাজে লাগাতে পারেন ফোনের ক্যামেরা

ক্যামেরা বলতেই আমাদের মাথায় প্রথমে যে দু’টি কাজের কথা আসে, তা হলো ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করা। আর এই কারণেই অনেকেই ভালো ক্যামেরাযুক্ত স্মার্টফোন কিনতে আগ্রহী হন। তবে বাস্তবে স্মার্টফোনের ক্যামেরার ব্যবহার শুধু ছবি বা ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ নয়। দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ আছে, যেখানে ফোনের ক্যামেরা হয়ে উঠতে পারে ভীষণ কার্যকর একটি হাতিয়ার।

ধরুন, হঠাৎ করে টিভি বা এসির রিমোট কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন অনেকেই বুঝতে পারেন না সমস্যাটা ব্যাটারিতে, নাকি রিমোটই নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে ফোনের ক্যামেরা সহজ সমাধান দিতে পারে। রিমোটটি ফোনের ক্যামেরার সামনে ধরে যেকোনো বোতাম চাপুন। এরপর ক্যামেরার স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন। যদি রিমোটের আইআর ব্লাস্টার থেকে নীল বা বেগুনি আলো দেখা যায়, তাহলে বুঝবেন রিমোট ঠিক আছে এবং সম্ভবত ব্যাটারির সমস্যা। আর যদি কোনো আলো দেখা না যায়, তাহলে ধরে নিতে হবে ব্যাটারি বদলানোর প্রয়োজন আছে বা রিমোটটি নষ্ট হয়ে গেছে।

স্মার্টফোন ক্যামেরার আরেকটি দারুণ ব্যবহার হলো খুব ছোট লেখা বা সূক্ষ্ম জিনিস স্পষ্টভাবে দেখা। আধুনিক স্মার্টফোন ক্যামেরায় শক্তিশালী জুম ও উন্নত অটোফোকাস থাকায় এটি কার্যত একটি ম্যাগনিফাইং গ্লাসের মতোই কাজ করে। কোনো ওষুধের প্যাকেট, ইলেকট্রনিক যন্ত্রাংশ বা ছোট অক্ষরে লেখা তথ্য পড়তে হলে ক্যামেরা দিয়ে জুম ইন করলেই লেখা অনেক পরিষ্কারভাবে দেখা যায়। প্রয়োজনে ফ্ল্যাশ অন করলে দৃশ্য আরও স্পষ্ট হয়।

অনেক সময় হঠাৎ করে কোনো জিনিসের মাপ নেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু কাছে স্কেল বা মাপার যন্ত্র থাকে না। এমন অবস্থায় ফোনের ক্যামেরা বড় সহায় হয়ে উঠতে পারে। আইফোন ব্যবহারকারীরা বিল্ট-ইন ম্যাসিওর অ্যাপ ব্যবহার করে সহজেই দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা মাপতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও প্লে স্টোরে এ ধরনের বহু অ্যাপ রয়েছে, যেগুলোর সাহায্যে ক্যামেরা ব্যবহার করেই বিভিন্ন জিনিসের আনুমানিক মাপ নেওয়া সম্ভব।

ভ্রমণের সময় কিংবা ভিন্ন ভাষাভাষী কোনো এলাকায় গেলে ভাষার সমস্যা প্রায়ই ভোগায়। রেস্তোরাঁর মেনু, সাইনবোর্ড বা কোনো নির্দেশনা বোঝা কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধানও দিতে পারে ফোনের ক্যামেরা। গুগল ট্রান্সলেট-এর মতো অ্যাপ ব্যবহার করলে ক্যামেরা দিয়ে অন্য ভাষায় লেখা লেখা স্ক্যান করলেই তা রিয়েল-টাইমে নিজের ভাষায় অনুবাদ হয়ে যায়। ফলে অচেনা ভাষার বাধাও আর বড় সমস্যা থাকে না।

অনেক সময় আমাদের আশপাশের কোনো জিনিস সম্পর্কে জানার কৌতূহল হয় কোনো সুন্দর জুতো, পোশাক, ঘড়ি কিংবা কোনো অচেনা বস্তু। এমন ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা ইন্টারনেটে খোঁজাখুঁজি না করে ফোনের ক্যামেরাই দিতে পারে সহজ সমাধান। গুগল লেন্স ব্যবহার করে কোনো জিনিসের ছবি তুললেই সেটি অনলাইনে সার্চ করে সংশ্লিষ্ট তথ্য দেখিয়ে দেয়। কোথায় পাওয়া যাবে, কী দাম, কিংবা সেটি আসলে কী সব তথ্যই মুহূর্তের মধ্যে জানা যায়।

এছাড়া গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা কাগজপত্র স্ক্যান করার কাজেও ফোনের ক্যামেরা অত্যন্ত কার্যকর। আলাদা স্ক্যানার না থাকলেও এখন বেশিরভাগ স্মার্টফোনেই ডকুমেন্ট স্ক্যান করার সুবিধা রয়েছে। ক্যামেরা দিয়ে কাগজের ছবি তুলে সেটিকে পিডিএফ বা স্ক্যান কপিতে রূপান্তর করে সহজেই ই-মেইল বা মেসেজে পাঠানো যায়। ফলে অফিসের কাজ হোক বা ব্যক্তিগত প্রয়োজনে, স্ক্যানার না থাকলেও কোনো সমস্যা হয় না।

আরও পড়ুনএআইতে ঝুঁকছে মেটা, এক হাজারের বেশি কর্মী ছাঁটাইফোনের স্ক্রিন মাঝে মাঝেই সাদা-কালো হচ্ছে, যা করবেন

কেএসকে