দেশজুড়ে

বগি রেখে চলে গেল ইঞ্জিন

অস্বাভাবিক এক ঘটনা ঘটেছে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে। রোববার বিকেল ৪টায় রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি বিকেল ৫টায় আব্দুলপুর স্টেশনের কাছে এসে ফাঁকা মাঠে থেমে যায়। যাত্রীরা কিছুক্ষণের মধ্যে কৌতুহলবশত জানালা দিয়ে তাকিয়ে কিছু অনুমানের চেষ্টা করলে কয়েকজন পথচারি চিৎকার করে বলতে থাকেন গাড়ির ইঞ্জিন আপনাদের ফেলে রেখে চলে গেছে। এ সময় অনেকে গাড়ি থেকে নেমে দেখেন বিষয়টি সত্য। একজন যাত্রী মোবাইলে এই প্রতিনিধিকে ঘটনাটি জানান।ঘটনা সম্পর্কে রেলওয়ের পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলীকে জিজ্ঞেস করলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, গাড়ির বাফার খুলে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। ২০ মিনিট পর ইঞ্জিন ফিরে এসে আবার ট্রেনটি যাত্রা শুরু করে। আলাউদ্দিন আহমেদ/এমএএস/এমএস