দেশজুড়ে

গোপালপুরে আ. লীগ কর্মীকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের গনিপুর গ্রামের আব্দুল আজিজ নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশি দুই ভাই। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গোপালপুন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, রোপা আমন চারা ক্ষেতে গরু যাওয়ার ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল আজিজকে একই গ্রামের আজগর আলী ও তার ভাই জুলহাস উদ্দীন মারপিট করলে তার মৃত্যু হয়। ঘটনার পর গ্রামবাসী ওই দুই ভাই আজগর ও জুলহাসকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস