গুলশানে সন্ত্রাসী হামলায় দেশের ব্যবসা বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব আয়োজিত এক ইফতার মাহফিলে এ কথা জানান তিনি। তিনি বলেন, আর্ন্তজাতিক বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। একটি চক্র তা বিনষ্ট করতে এমন সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। ৭১ এ যেমন স্বাধীনতার জন্য মানুষ যুদ্ধ করেছিল। এখন সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে তেমনি ঘরে ঘরে সন্ত্রাস বিরোধী দুর্গ গড়ে তুলতে হবে। যাতে কারো সন্তান যেন বিপদগামী হতে না পারে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান. জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি দোস্তমাহামুদ, উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা জজ শিপের পিপি আশরাফ হোসেন লাভু, জিপি নুরুল্লাহসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অমিতাভ অপু/এসকেডি