দেশজুড়ে

রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

সারাদেশের ন্যায় রাজবাড়ীতে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে অাগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টায় রাজবাড়ী রেলওয়ে ঈদগা ময়দানে।ইতোমধ্যে এ ঈদগায়ে রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। বৈরী অাবহাওয়ার কথা মাথায় রেখে প্যান্ডেলের উপড়ে টিন দেয়া হয়েছে। পাশাপশি এখানে মহিলাদের জন্যও নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।অপর দিকে, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। এছাড়া শহরের বড় মসজিদ, পুলিশ লাইন মসজিদ, রেলওয়ে আজাদী ময়দানে জাকের পার্টির আয়োজনে পৃথক নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।অন্যদিকে, সকাল থেকেই জেলার বিভিন্ন মসজিদ, পাড়া, মহল্লায় ওইসব এলাকার ঈদ উদযাপন কমিটির অায়োজনে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।রুবেল/এমএএস/এমএস