দেশজুড়ে

ভেজা মাঠে প্রধান জামাত নিয়ে অনিশ্চয়তা

ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত দুদিনের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় বৃহস্পতিবার ঈদের প্রধান জামাত জেলা জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের (বুধবার) মধ্যে মাঠ শুকালে সকাল সাড়ে ৮টায় ঈদগাহ্ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।এ ব্যাপারে জেলা প্রশাসক ও ঈদগাহ্ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, ঈদ জামাতকে ঘিরে আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু গত দুদিনের বৃষ্টির কারণে মাঠে জামাত আদায় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মাঠ না শুকালে সকাল সাড়ে ৮টায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।এছাড়া জেলা শহরের ট্যাঙ্কের পাড় ঈদগাহ্ মাঠ, সদর হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণ, কাউতলী শেরপুর ঈদগাহ্ মাঠ, ভাদুঘর ঈদগাহ্ মাঠ সহ জেলার সবকটি উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এদিকে মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ঈদগাহ্ মাঠের পাশাপাশি ঝুঁকিপূর্ণ সব ঈদগাহ্গুলোতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জাগো নিউজকে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।আজিজুল সঞ্চয়/এমএএস/এমএস