দেশজুড়ে

মাদারীপুরে রথযাত্রা উৎসব পালিত

টানা বৃষ্টির মাঝেও আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আজ হাজারো ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের বিভিন্ন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের  রথযাত্রা উৎসব পালিত হয়েছে। রথযাত্রা ছাড়াও জেলার সদর উপজেলা, শিবচর সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরসহ সকল উপজেলার মন্দিরগুলোতে পুজা অর্চনা ও কীর্তণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। এদিকে দিনটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হযেছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ।এসকেডি